
স্পোর্টস ডেস্ক :সময় যত এগোচ্ছে ততই চড়ছে ভারত বনাম পাকিস্তান ম্যাচের উত্তেজনার পারদ। আর সেই উত্তেজনার আগুনেই ঘি ঢালার কাজটা করে দিল শাহিন আফ্রিদির বিরাট মন্তব্য। শনিবার আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে পাঁচটি উইকেট তুলে নেওয়ার লক্ষ্যে রয়েছেন এই তারকা ক্রিকেটার। ভারতের মাটিতে পা রাখার পর থেকে এখনও পর্যন্ত একটিও সেলফি তোলার আবদার মেটাননি তিনি। বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে নামার আগে সেই কারণই সকলের সামনে আনলেন তিনি। ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট তুলেই সেলফি নিতে চান এই তারকা ক্রিকেটার।
পাকিস্তান শিবিরের অন্যতম সেরা কারকা যে তিনি তা বলার অপেক্ষা রাখে না। এবারের বিশ্বকাপেও শাহিন আফ্রিদি পাকিস্তান বোলিং লাইনআপের প্রধান শক্তি। কিন্তু প্রথম দুই ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি শাহিন আফ্রিদি। তাঁর পায়ে হাল্কা চোটও রয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত শাহিন আফ্রিদিকে তাঁর পুরনো ফর্মে পাওয়া যায়নি। এবার ভারতের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান। সেই ম্যাচে ফর্মে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন খোদ শাহিন আফ্রিদি।ম্যাচের আগে শাহিন আফ্রিদি জানিয়েছেন, “আমি অবশ্যই এখানে সকলের সঙ্গে সেলফি তুলব, কিন্তু সেটা হবে ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নেওয়ার পর”।