
স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার শাকিব আল-হাসান। আগামী সোমবার মীরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। বুধবার এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত সফরে চেন্নাই টেস্ট ম্যাচের পর টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন শাকিব। তিনি জানান, মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাট থেকে বিদায় নিতে চান। কিন্তু ঢাকায় শাকিবের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতা এবং আওয়ামি লিগের সাংসদ হওয়ায় বর্তমানে বাংলাদেশে শাকিবের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। এই পরিস্থিতিতে তিনি বাংলাদেশে ফিরলে গ্রেফতার ও আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা ছিল। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শাকিবের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছে। ফলে মীরপুরে বিদায়ী টেস্ট খেলতে সমস্যা নেই।