
স্পোর্টস ডেস্ক :টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন শাকিব আল হাসান। ভারতের বিরুদ্ধে কানপুরে টেস্টে নামার আগে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
ভারতের বিরুদ্ধে কানপুর টেস্ট নয়, আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট খেলে ব্যাট-প্যাড তুলে রাখতে চান বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ২১ অক্টোবর থেকে শুরু হতে চলা বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন বহু যুদ্ধের সৈনিক.কানপুর টেস্টের আগে প্রেস কনফারেন্সে সাকিব অবসরের কথা ঘোষণা করেন। সাকিব ২টো শর্ত একইসঙ্গে দিয়েছেন। মিরপুরে তিনি শেষ টেস্ট খেলতে চান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ খেলার কথা বাংলাদেশের। যদিও সেই সিরিজ ঘিরে যথেষ্ট চাপানউতোর রয়েছে। নিরাপত্তাজনিত কারণে ওই সিরিজ আদৌ বাংলাদেশে হবে কিনা, যথেষ্ট সন্দেহ রয়েছে। আর যদি হয়ও সাকিবের ঘরে ফেরা এই মুহূর্তে মুশকিল। এমনিতেই তাঁর বিরুদ্ধে সমন বেরিয়েছে। ঢাকা বিমানবন্দরে পা দেওয়া মাত্র তাঁকে গ্রেফতার করা হতে পারে। আর সেই কারণেই সাকিব বলছেন, ‘ঘরে ছেড়ে আসা খুব একটা মুশকিল নয়। কিন্তু ঘরে বাস করা বেশ চাপের।’