
স্পোর্টস ডেস্ক :জল্পনাটা আগে থেকেই চলছিল। অবশেষে সেটাই হল। এশিয়াকাপের আগেই বাংলাদেশের ওডিআইউ দলের অধিনায়ক হলেন সাকিব অল হাসান। আসন্ন এশিয়াকাপ তো বটেই, বিশ্বকাপের মঞ্চেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এই তারকা অল রাউন্জডার। এদিননাম সরকারীভাবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। তামিম ইকবাল বাংলাদেশের অধিনায়কের পদ ছাড়ার পর থেকেই সাকিব অল হাসানের নাম নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। ওডিআই দলের সহ অধিনায়ক লিটন দাস হলেও, শেষপর্যন্ত সাকিব অল হাসানের ওপরই ভরসা রাখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এই বছর আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ চলাকালীনই হঠাত্ অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম ইকবাল। তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট মহলে কার্যত হৈচৈ পড়ে গিয়েছিল। যদিও শেষপর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তামিম ইকবাল নিজের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছিলেন। যদিও বাংলাদেশের ওডিআই দলের নেতৃত্ব নিয়ে ভা্ববার কথাই শোনা গিয়েছিল তাঁর মুখে। এরপরই চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন তামিম ইকবাল। একইসঙ্গে অধিনায়কত্বের দায়িত্বও ছেড়ে দিয়েছেন তিনি।সামনেই এশিয়া কাপ এবং তারপর রয়েছে বিশ্বকাপের ম়ঞ্চ। সেখানেই বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব কোন ক্রিকেটারের মাথায় ওঠে তা নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছিল। সেই পরিুস্তিতিতেই ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট প্রধানের থেকে। সাকিব অল হাসানের সঙ্গে যে তাদের কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল সেই ইঙ্গিত ছিল তাঁর কথাতে। অবশেষে সেই সাকিব অল হাসানকেই নেচৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে তারা। এই মুহূর্তে বাংলাদেশের টেস্ট এবং টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন সাকিব অল হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন, “আসন্ন এসিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাকিব অল হাসানকেই অধিনায়ক হিসাবে বেছে নিয়েছি আমরা। আগামী কাল এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দল ঘোষণা করব আমরা। ১৭ সদস্যের স্কোয়াডই বেছে নেবেন নির্বাচকরা”।
লিটন দাস সহ অধিনায়ক থাকলেও বোর্ড কর্তাদের মাথায়সাকিব অস হাসানের কথাই ঘুরছিল। ২০১১ সালে ভারতের মাটিতে বিশ্বকাপের সময় বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব অল হাসান। ১২ বছর পর ফের ভারতের মাটিতে তাঁরই নেতৃত্বে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সাকিব অল হাসানের নেতৃত্বে বাংলাদেশ খেলেছে ৪৯টি ওডিআই ম্যাচ। এরপর মাশরাফি্ মোর্তাজার নেতৃত্বে সহ অধিনায়কের দায়িত্বেও ছিলেন তিনি। ২০১৭ সালে শেষবার সাকিব অল হাসানের নেতৃত্বে ওডিআই ম্যাচ খেলেছে বাংলাদেশ।