
স্পোর্টস ডেস্ক : শুক্রবারই এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাকিব অল হাসানকে বাংলাদেশের অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবারই এশিয়া কাপের দল ঘোষণার বার্তা শোনা গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধিনায়কের মুখে। সেই মতোই এদিন এসিয়া কাপের জন্য ১৭ সদস্যকরে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব অল হাসানের নেতৃত্বেই এবারের এশিয়া কাপে নামতে চলেছে বাংলাদেশ শিবির। সেই দলেই জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার তানজিদ হাসান ও শামিম হোসেন।
এবারের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন এই দুই তরুণ ক্রিকেটার। এশিয়া কাপের দলেও জায়গা করে নিয়ে এবার সকলের নজর কাড়লেন এই দুই তরুণ ক্রিকেটার। ২০২০ সালে এই দুই তরুণ ক্রিকেটারের হাত ধরেই ভারতকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পি.ন হয়েছিল বাংলাদেশ। এরপরই বাংলাদেশ সিনিয়র দলে ডাক পেয়েছিলেন এই দুই তরুণ ক্রিকেটার। বাংলাদেশের হয়ে ইতিমধ্যেই শামিম হোসেনের ১৭টি টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। সেখানেই তানজিদ হাসানের বাংলাদেশের হয়ে অভিষেক হওয়া এখন সময়ের অপেক্ষা। বাংলাদেশের এশিয়া কাপ দল—সাকিব অল হাসান ( c )
লিটন হাসান
তানজিদ হাসান তামিম
নাজমুল হোসেন শান্ত
তওহিদ হৃদয়
মুশফিকুর রহিম
মেহিদী হাসান মিরাজ
তাসকিন আহমেদ
মুস্তাফিজুর রহমান
গাসান মাহমুদ
মেহেদী হাসান
নাসুম আহমেদ
শামিম হোসেন
আফিফ হোসেন
শোরিফুল ইসলাম
এবাদত হোসেন
মহম্মদ নাঈম