
নিজস্ব প্রতিনিধি,ওঙ্কারঃ লোকসভা ভোটে উত্তরপ্রদেশের একটি আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। আর যগী রাজ্যে ঘসফুলকে সমর্থন করবে সমাজবাদী পার্টি।
সপা’র সহ সভাপতি কিরণময় নন্দ জনান, মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসনে লড়তে চেয়েছিলেন। আমরা তৃণমূলকে একটি আসন আমাদের নেতা অখিলেশ যাদবের সঙ্গে মমতার এই বিষয়ে কথা হয়। তারও আগে আমার সঙ্গেও তৃণমূল নেত্রীর আলোচনা হয়েছে।
সপা সূত্রের খবর, চাঁদোলি নির্বাচনী ক্ষেত্র থেকে কংগ্রেসের প্রাক্তন নেতা কমলাপতি ত্রিপাঠীর নাতি রাজেশ ত্রিপাঠী লড়বেন ঘাসফুল চিহ্নে।