
ওঙ্কার ডেস্ক:ভোট বঙ্গে ফের শিরোনামে সন্দেশখালি। ভাইরাল হল আবার একটি ভিডিয়ো। আর এই নতুন ভিডিয়োতে দেখা গেলো বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। কয়েকদিন আগে রাষ্ট্রপতির কাছে যে সকল আন্দোলনকারীদের নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করতে দেখা যাচ্ছে বসিরহাটের বিজেপি প্রার্থী ও সন্দেশখালির অপর আন্দোলনকারী মাম্পি দাস কে।ভাইরাল হওয়া ভিডিয়োয় রেখা পাত্র ও তার সঙ্গীদের বলতে শোনা যাচ্ছে “রাষ্ট্রপতির কাছে কয়েকজন নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা সবাই তো গিয়েছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কাকে নিয়ে যাওয়া হল? খবর পেয়েছি অনুপ দাস নিয়ে গিয়েছেন। এই অনুপ দাস ১০ হাজার টাকা করে মাস গেলে শিবু হাজরার কাছ থেকে টাকা নিত। শুনেছি পদ্মা মণ্ডলও গিয়েছেন। তাহলে কি এটাই জানব উনি তৃণমূলের লোক উপরে-উপরে বিজেপি করেন।”