
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশখালি: লোকসভা ভোটের আগে সন্দেশখালির বেড়মজুড় এলাকায় উড়লো লাল পতাকা।২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর ,বিরোধীদের কার্যত একঘরে করে দেওয়া হয়েছিলো।তার ঠিক ১০ বছর পর এলাকায় লালের দাপাদাপি তে খুশি বাম কর্মী ও সমর্থকেরা।
কেন্দ্রীয় বাহিনীর ভারি বুটের আওয়াজ এর মধ্য দিয়েই বসিরহাট মহকুমার সন্দেশখালির এক নম্বর বেড়মজুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১০ বছর পরে উড়লো লাল পতাকা। ২০১৩ সালের পঞ্চায়েতে নির্বাচনে বামেদের পরাজয়ের সাথে সাথেই বেড়মজুরে আর অন্য কোনো রাজনৈতিক সংগঠনের কাজ করা সম্ভব ছিলনা । তবে বেড়মজুরে CPIM এর শেষ পতাকাটা যেখান থেকে খোলা হয়েছিলো ,মঙ্গলবার সকাল ৬.৩০ টায় সেখান থেকেই আবার রক্ত পতাকা বাঁধার কাজ শুরু হয়। বর্ষীয়ান কমরেড, পার্টি সদস্য ও একদল যুব কর্মী এগিয়ে এসে ঝান্ডা বাঁধার কাজে হাত লাগান । লাল ঝান্ডার পাশাপাশি বাম যুব সংগঠন DYFI এর শ্বেত পতাকাও লাগানো হয়। দীর্ঘ দিন পর লাল ঝান্ডা দেখে আপ্লূত এলাকাবাসী। এদিন থেকে বেড়মজুর ১ ও বেড়মজুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে ঝান্ডা বাঁধা হবে বলে জানান স্থানীয় CPIM কর্মীরা।উল্লেখ্য এদিন বেড়মজুর ১ নং গ্রাম পঞ্চায়েতের কাছারী পাড়া, কাঠপোল নতুন বাজার, তেভাগার মোড় এবং বেড়মজুর ২ নং গ্রাম পঞ্চায়েতের ঝুপখালি এলাকাতেও পতাকা বাঁধা হয় ।