
অরিন্দম হরি,সন্দেশখালি:
সোমবার সকাল থেকে ফের উত্তেজনা সন্দেশখালিতে।রবিবার তৃনমূল নেতা অজিত মাইতি গ্রেফতারের জন্য বিক্ষোভ দেখিয়েছিলেন মহিলারা।সোমবার মহিলারা চড়াও হন ওপর তৃনমূল নেতা শঙ্কর সর্দারের বাড়িতে।তার বাড়ী ভাঙচুর করেন মহিলারা।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
সন্দেশখালির বেড়মজুরে এবার ক্ষোভের মুখে পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দার ও তাঁর পরিবার। সোমবার সকালে তাঁর বাড়িতে চড়াও হন গ্রামবাসীরা। বাড়ী ভাঙচুর করা হয়। প্রবল উত্তেজনা ছড়ায় গোটা গ্রামে। জোর করে জমি দখল, একশো দিনের কাজের টাকা আত্মসাৎ, সহ বিভিন্ন অভিযোগ ওঠে শঙ্কর সর্দারের বিরুদ্ধে । শেখ শাহজাহান ঘনিষ্ঠদের মধ্যে শঙ্করও একজন বলে গ্রামবাসীদের দাবি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।ইতিমধ্যেই শঙ্করের বাড়িতে হামলা চালানোর অভিযোগে তিন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।তবে শঙ্করের স্ত্রী অবশ্য দাবি করেছেন গ্রামের মানুষের সমস্ত অভিযোগ মিথ্যে। তাঁর স্বামীকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।