
নিজেস্ব প্রতিনিধি, কলকাতাঃ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাস্তা থেকে তুলে সিজিও কমপ্লেক্সে নিয়ে গেল সিবিআই। সেখানে চলছে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হতে পারে সন্দীপ ঘোষ। প্রসঙ্গত, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পরে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ। তবে ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়। যদিও সেখানেও বিক্ষোভ শুরু হয় তাঁর বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চলে যান সন্দীপ। প্রসঙ্গত, এদিনই পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ। উচ্চ আদালতের কাছে দ্রুত শুনানির আর্জি জানান। যদিও সেই আবেদন খারিজ করে আদালত জানায় সোমবার আবার আবেদন করতে।