
স্পোর্টস ডেস্ক :আসন্ন সন্তোষ ট্রফি তে বাংলা দলের কোচ সঞ্জর সেনের সহকারী কোচ হিসেবে বেছে নেওয়া হল সৌরীন দত্তকে। গোলকিপার কোচ হলেন অর্পণ দে, ফিজিও করা হয়েছে ভাস্কর সেনগুপ্ত কে। অন্য দিকে সিনিয়র মহিলা জাতীয় ফুটবলে সুজাতা করের সহকারী কোচ হিসেবে বেছে নেওয়া হয় নওশাবা আলম কে। গোলকিপার কোচ হলেন সংগ্রাম মুখার্জী। ফিজিও হলেন অলোকা পাসোয়ান। মঙ্গলবার কোচেস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে কোচেস কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি দিলীপ নারায়ন সাহা, সৌরভ পাল, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী।