
সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লি: আবগারি কেলেঙ্কারিতে দলের সাংসদ সঞ্জয় সিং কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দলের সাংসদের গ্রেফতারির পর দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেন, “গত কয়েক বছরে আবগারি দুর্নীতিতে ১ হাজার বার তল্লাশি হয়েছে আপ নেতাদের বাড়িতে। কিন্তু আজ অবধি একটা টাকাও উদ্ধার হয়নি। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীপা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছেন। আমার তো মনে হয়, স্বাধীন ভারতের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী মোদীই।”
আপ সুপ্রিমো আরও বলেন, ইন্ডিয়া জোট গঠনের পর মরিয়া হয়ে গিয়েছেন মোদী এবং অমিত শাহ। এজেন্সি দিয়ে বিরোধীদের ভয় দেখানোটাও তাই আগামী দিনে বাড়বে, বলে মন্তব্য করেন কেজরিওয়াল। তিন বলন, আগামী দিনে ওরা আরও অনেককেই গ্রেফতার করবে। আসলে ভোট এগিয়ে আসছে। আর মোদি ইন্ডিয়াকে ভয় পাচ্ছেন।
এদিন সাংবাদিক বৈঠক করে আপ নেত্রী অতীশি বলন, “আমি বিজেপিকে চ্যালেঞ্জ করতে চাই যে সঞ্জয় সিংয়ের বাসভবন থেকে এক টাকাও দুর্নীতি পাওয়া গেলেও, তার প্রমাণ দেশের সামনে পেশ করা উচিত।