
শেখ এরশাদ , কলকাতাঃ নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক আউট করে বেরিয়ে এসেছিলেন। এবং অভিযোগ করেছিলেন তাকে তার বক্তব্য বলতে দেওয়া হয়নি। তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছিল। এরই প্রতিবাদে সোমবার রাজ্য বিধানসভায় ডঃ মানস রঞ্জন ভূঁইয়া একটি প্রস্তাব আনেন। এই ঘটনা নিয়ে আলোচনার জন্য । আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিধানসভার কক্ষ ত্যাগ করে এবং তারাই রাস্তায় বেরিয়ে গিয়ে বিক্ষোভ দেখান। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানান, “মমতা নীতি আয়োগের বৈঠকে নাটক করতে গেছিলেন। বৈঠক থেকে বেরিয়ে এসেও নাটক করছেন। আমরা এই আলোচনার চরম ধিক্কার জানাচ্ছি ।”