
স্পোর্টস ডেস্ক :আগামী লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব থেকে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী ইংলিশ চ্যানেল পাড় করা সাঁতারু সায়নী দাস। বর্ধমান পূর্ব অঞ্চলের খবর এমনই। আগামী কয়েকদিনের মধ্যেই বামেরা তাঁদের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে। সেখানে সায়নীর বর্ধমান পূর্ব থেকে প্রার্থী হওয়ার সম্ভবনা প্রবল। এদিন সায়নীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যদিও ঘোষণা না হওয়া অবধি কিছুই বলতে চাইলেন না। বর্ধমান পূর্ব থেকে তৃণমূলের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার। বিজেপি যদিও সেখানে তাঁদের প্রার্থী এখনও ঘোষণা করেনি। যদিও বর্ধমান পূর্বর গর্ব সায়নী প্রার্থী হলে সেটা বড় চমক হবেই।সায়নীর বাড়ি পূর্ব বর্ধমানের কালনা শহরের বারুই পাড়ায়। ছোট বয়স থেকেই বাবা রাধেশ্যাম দাসের হাত ধরে সাঁতারে হাতে খড়ি। পুকুরের জলে অনুশীলন থেকে ধাপে ধাপে নিজেকে প্রতিষ্ঠা করা।তার পর থেকে কঠিন অনুশীলনের মাধ্যমে সায়নী নিজেকে কার্যত জলকন্যা হিসাবে প্রতিষ্ঠিত করেন। রটনেষ্ট ও ক্যাটলিনা চ্যানেল জয়ের পর ২০১৭ সালে সায়নী ইংলিশ চ্যানেল জয়ের দৃষ্টান্ত তৈরি করেছিলেন। আর তারপর সায়নী মোলোকাই চ্যানেল জয় করে ইতিহাস সৃষ্টি সৃস্টি করেন। মার্কিন মুলুকের মালোকাই চ্যানেল জয় করে ইতিহাস সৃষ্টি করেন। যা শুধু ভারত নয়, এশিয়া মহাদেশের প্ৰথম মহিলা সাঁতারু হিসাবে সায়নী মোলোকাই চ্যানেল জয়ের নজির সৃষ্টি করেন।