
ওয়েব ডেস্ক: শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। রাজ্যের ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে শীর্ষ আদালত। ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা চলছিল বহুদিন ধরে। সম্প্রতি এ বিষয়ে আর একটি নতুন মামলাও দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। গত ৬ জানুয়ারি দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। গত ৩১ জানুয়ারি ওই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের মামলায় হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত।
উল্লেখ্য, গত বছর ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় দিয়েছিলেন। ডিভিশন বেঞ্চ জানিয়েছিল পদ্ধতি মেনে ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়নি। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। পাশাপাশি শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়ে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনও। সেই মামলার শুনানি শীর্ষ আদালতে চলছে। ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে। সেটিরও শুনানি হচ্ছে বিচারপতি গভৈয়ের বেঞ্চেই। এরই মধ্যে এ বিষয়ে নতুন করে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত।
প্রসঙ্গত, ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে হাই কোর্টে মামলাটি করেছিলেন অমলকুমার দাস। তাঁর পক্ষেই রায় দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বাতিলের নির্দেশ দেওয়া হয় প্রায় ১২ লক্ষ ওবিসি শংসাপত্র।