
ওঙ্কার ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের চাকরি হারা শিক্ষকদের মধ্যে অনিশ্চয়তা নতুন মোড় নিল। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির ফাঁকে বরখাস্ত শিক্ষকদের নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কি না তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। অবশ্য এই ব্যবস্থাপনা কঠিন হবে কিনা তা নিয়েও কথা বলেন বিচারপতি।
সোমবার শুনানি হলেও কোনও কোনও রায়দান করেনি শীর্ষ আদালত। পরবর্তী শুনানি আগামী ১০ ফেব্রুয়ারি। আদালত সূত্রের খবর, ওইদিনই শুনানি শেষ করতে চান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। শুনানি সম্পন্ন হলে তার পর রায়দান হবে এই মামলায়।
প্রসঙ্গত, গত সপ্তাহে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানি ছিল। ২৬ হাজার শিক্ষকের চাকরি থাকবে কি না তার মীমাংসা হওয়ার কথা ছিল। সেই মতো সোমবার তার শুনানিও হয়, কিন্তু রায়দান হয়নি।
সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে বিভিন্ন পক্ষের সওয়াল-জবাব চলে। ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিমেরা। নিয়োগের পুরো প্যানেল বাতিলের জন্য সওয়াল করেন বিকাশরঞ্জন।
ভিডিও দেখুন-