
নিজস্ব প্রতিনিধিঃ ইসরোর সৌরযান আদিত্য-এল১-এর দ্বিতীয় কক্ষপথ বদল সফলভাবেই সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ভোরে টুইট করে একথা জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ভোর ৩টে নাগাদ ইসরো টুইট করে জানিয়েছে, ISTRAC, বেঙ্গালুরু থেকে আদিত্য-এল১-এর দ্বিতীয় কক্ষপথ পরিবর্তন প্রক্রিয়া সফল হয়েছে। ইসরো জানিয়েছে, আদিত্য-এল১ এই মুহূর্তে ২৮২ কিমি X ৪০,২২৫ কিমি কক্ষপথে অবস্থান করছে। আগামী ১০ সেপ্টেম্বর, রাত আড়াইটে নাগাদ ফের আদিত্য-এল১-এর কক্ষপথ পরিবর্তন করা হবে।
প্রসঙ্গত, গত শনিবারই সূর্যর দিকে যাত্রা শুরু করেছে আদিত্য-এল১। ওদিন সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় এই মহাকাশযান। উল্লেখ্য চন্দ্রযানের থেকে প্রায় পাঁচগুণ বেশি পথ পাড়ি দেবে আদিত্য-এল১।