
স্পোর্টস ডেস্ক :ঘরের মাঠে এবার বিশ্বকাপ। সেখানেই রোহিত শর্মার নেতৃত্বে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই রোহিত শর্মাকে নিয়ে আঈশাবাদী প্রাক্তন ভারতী ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। তাংরক মতে গতবারের বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপেও সর্বোচ্চ রানের মালিক হতে পারেন রোহিত শর্মা। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৮ অক্টোবর নামতে চলেছে ভারতীয় দল। শেষপর্যন্ত বীরেন্দ্র সেওয়াগের এই আশা পূরণ হয় কিনা তা তো সময়ই বলবে।
গতবারের বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে নেমেছিল চটিম ইন্ডিয়া। শুরু তেই সেই মঞ্চে দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা। তাঁর হাত ধরেই কার্।ত সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। গোটা বিশ্বকাপের মঞ্চে পাঁচটি সেঞ্চুরী করে রেকর্ড গড়েছিলেন এই তারকা ক্রিকেটার। এবার সেই রোহিত শর্মার নেতৃত্বেই বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে টিম ইন্ডিয়া। এবার ঘরের মাে নামবে ভারতীয় দল। সেখানেও রোহিত শর্মার ব্যাট থেকে ফের বড় ইনিংসের ঝলক দেখার প্রত্যাশায় রয়েছেন বীরেন্দ্র সেওয়াগগতবারের বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরী করার পাশাপাশি ৯ ম্যাচে ৬৪৮ রান করেছিলেন রোহিত শর্মা। সেখানেই রোহিত শর্মার গড় ছিল ৮১। এবারও সেই তারকা ক্রিকেটারের ব্যাট থেকে বড় রান দেখার অপেক্ষায় রয়েছেন বীরেন্দ্র সেওয়াগ। এইন বছরও রোহিত শর্মার ব্যাটে ভাল রান এসেছে। সব ফর্ম্যাট মিলিয়ে এই বছরে ১৬টি ম্যাচে ৯২৩ রান করেছেন রোহিত শর্মা। সেইসঙ্গেই এই তারকা ক্রিকেটারের গড় রয়েছে ৪৮.৫৭। এবারের বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মা দ্য হিটম্যান হয়ে উঠতে পারে কিনা সেটাই এখন দেখার।
এই প্রসঙ্গে বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, “আমি রোহিত শর্মাকে এই প্রসঙ্গে বেছে নেব। কারণ যখন বিশ্বকাপের আসর আয়োজিত হয় সেই সময় রোহিত শর্মার এনার্জি অনেকটাই বেড়ে যায়. সেই মুহূর্তে তাঁর পারফরম্যান্স গ্রাফও ওপরের দিকে উঠতে থাকে। সেই কারণেই তাঁকে নিয়ে অত্য়ন্ত নিশ্চিত এবং এই সময় তিনি তো আবার অধিনায়কের পদে রয়েছেন। সেই কারণেই আমি জানি যে তিনি ম্যাচে পার্থক্য গড়ে দেবেন এবং বিশ্বকাপের মঞ্চে এনেক রানও তিনি করবেন”।