
ওঙ্কার ডেস্ক: বাজি কারখানায় বিপর্যয়। এবার গুজরাটে। মঙ্গলবার গুজরাটের বনসকণ্ঠ জেলায় একটি বাজি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই সঙ্গে ভেঙে পড়ে কারখানার একাংশ। বাজি কারখানায় এই জোড়া দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। ভিতরে আটকে পড়েছেন বেশ কয়েকজন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দিসা গ্রামীণ থানার ইন্সপেক্টর বিজয় চৌধুরী জানিয়েছেন, দিসা শহরের কাছে কারখানায় বিস্ফোরণের ফলে কিছু অংশ ধসে পড়ায় বেশ কয়েকজন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, দীসা পুরসভার দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। সেখানে গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় তাঁরা ধ্বংসস্তূপের ভিতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, এই ঘটনায় ইতিমধ্যে সাত জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার ঢোলাহাট এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ফলে তিন শিশু-সহ আট জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল বিজেপি। সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে বাজি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সাত জনের মৃত্যুর খবর সামনে এলো।