
নিজেস্ব প্রতিনিধিঃ সিনিয়র বিচারকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন খোদ মহিলা বিচারক! স্বেচ্ছামৃত্যুর আবেদন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখলেন তিনি। চিঠি পেয়েই দ্রুত রিপোর্ট চেয়েছেন প্রধান বিচারপতি। শুক্রবার এনিয়ে রিপোর্ট জমা দেবে এলাহাবাদ হাইকোর্ট।
জানা গিয়েছে, উত্তর প্রদেশের বান্দায় আদালতে নিযুক্ত ছিলেন ওই মহিলা বিচারক। চিঠিতে তিনি লিখেছেন, বারাবাঁকিতে থাকাকালীন তাঁকে যৌন হেনস্তা করেছেন জেলা আদালতের এক বিচারক। অভিযোগকারিণী চিঠিতে লিখেছেন, ‘সম্মানের সঙ্গে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিন আমাকে। আমার জীবনের সমাপ্তি ঘটতে দিন। যৌন হেনস্তার শিকার হতে হতে একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছি। আবর্জনার মতো আচরণ করা হয়েছে আমার সঙ্গে। নিজেকে অবাঞ্ছিত কীট ছাড়া কিছু মনে হচ্ছে না।’