
গোপাল শীল,ক্যানিং:বিতর্ক যেন পিছু ছাড়ছে না তৃণমূল নেতা শওকত মোল্লাকে।বিডিওর নৌকা নিয়ে প্রচারের অভিযোগ শেষ হতে না হতেই ফের বিতর্কে জড়িয়ে পড়লেন শওকত মোল্লা, এবং জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতিমা মন্ডল। এবার ভোট প্রচারে স্কুল পড়ুয়াদের সামিল করা নিয়ে জোর বিতর্ক দেখা দিল ক্যানিং পূর্বে। রীতিমত পিঠে ব্যাগ নিয়ে স্কুলের ইউনিফর্ম পরে এই গরমে বাচ্চাদের হাঁটতে দেখা গেলো কয়েক কিলোমিটার। অভিযোগ, ছোট ছোট বাচ্ছাদের ‘মডেল’ হিসাবে ব্যবহার করেছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সূত্রের খবর ভাঙড়ের বোদরা থেকে নিমতলা পর্যন্ত তিন কিলোমিটার পথ হাঁটতে হয় ছোট শিশুদের। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পদযাত্রার মূল আয়োজক ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।