
স্পোর্টস ডেস্ক : রবিবার শ্যামনগর ভারতচন্দ্র গ্রন্থাগারে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত 100 টি ক্লাবের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়।শ্যামনগর উৎসব কমিটির উদ্যোগে ব্যারাকপুর লোকসভায় অবস্থিত ক্লাব গুলিকে সারা বছর ক্রীড়া সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগও নেওয়া হয় এদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উৎসব কমিটির সভাপতি সোমনাথ তালুকদার , ভাটপারা পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল ও বিশিষ্ট ক্রীড়াসংগঠক হিমাংশু সরকার , বিবেক কাপের সম্পাদক পারিজাত মাইতি সহ অন্নান্ন ফুটবলার ও বিশিষ্ট জনেরা। এইদিন এমপি ফান্ড থেকে শ্যামনগর সবুজ সংঘ ক্লাবকে 18 লাখ ও সুব্রত ভট্টাচার্য ফুটবল অ্যাকাডেমিকে 14 লাখ টাকা দেওয়া হয়।বিবেক কাপ ২২-২৩ অনুর্ধ ১৩ ও অনুর্ধ ১৫ ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল গুলির হাতে পুরস্কার তুলে দেন সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, সমাজসেবী ক্রীড়া সংগঠক তথা বর্ষীয়ান রাজনীতিবিদ সোমনাথ তালুকদার ও যুব নেতা হিমাংশু সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সকল ক্রীড়াপ্রেমি ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।
হেডার – ক্রীড়াবিদদের পাশে সাংসদ অর্জুন সিং।