
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কারঃ একজন পুরুষের মাথার চুল কতটা বড় হতে পারে! ৬ ইঞ্চি, ৮ ইঞ্চি! বড়জোর ১ ফুট! কিন্তু না, এবার খোঁজ মিলেছে এক কিশোরের। যার মাথায় চুল রয়েছে ৫ ফুট। বিশ্বের সবচেয়ে লম্বা চুলের পুরুষ হিসেবে তার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। কিশোরের নাম সিদাকদীপ সিং চাহাল। সে উত্তরপ্রদেশের বাসিন্ধা।
জন্মের পর থেকে এ পর্যন্ত কখনো চুল কাটেননি সিদাকদীপ। তার চুলের দৈর্ঘ্য ৪ ফুট ৯.৫ ইঞ্চি। তাঁর পরিবার সূত্রের জানা গিয়েছে, সপ্তাহে দুবার চুল পরিষ্কার করেন ১৫ বছর বয়সি সিদাকদীপ। চুল পরিষ্কারের জন্য মাথা ভেজানো থেকে শুকানো পর্যন্ত ন্যূনতম এক ঘণ্টা সময় লাগে। সাধারণত চুল পরিষ্কার করতে মায়ের সাহায্য নিতে হয়। সিদাকদীপরা জাতীতে শিখ। তাই শিখদের মতো তার চুল বেঁধে রাখেন এবং একটি পাগড়ি দিয়ে ঢেকে রাখেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটবেলায় চুল শুকানোর জন্য বাইরে গেলে চাহালকে নিয়ে তামাশা করত তার বন্ধুরা। সে কারণে বড় হয়ে চুল কেটে ফেলতে চেয়েছিলেন চাহাল। তবে বর্তমানে এই লম্বা চুলই তাঁর সম্পদ।