
অরূপ পোদ্দার ,অরূপ পোদ্দার :লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে এবারও আশানরূপ সাফল্য পায়নি তৃনমূল কংগ্রেস । দলীয় সুত্রে খবর উত্তরবঙ্গের পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের জায়গায় উত্তর বঙ্গের দ্বায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার মেয়র তথা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। এরপরেই রবিবার কলকাতা থেকে সস্ত্রীক আলিপুরদুয়ার যান ফিরহাদ হাকিম। সেখানেই দুদিন কাটিয়ে মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকার তৃণমূলের নেতাদের সাথে বৈঠক করেন তিনি। এই সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ সহ , পুরনিগনের চেয়ারম্যান , মেয়র , ডেপুটি মেয়র সহ মেয়র পরিষদ ও তৃণমূলের কর্মী সংগঠনের নেতারা।এই সভা থেকে ফিরহাদ তৃনমূল নেতা কর্মীদের বলেন মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে হবে ,এবং মমতা বন্দোপাধ্যাযের আদর্শে অনুপ্রাণিত করতে হবে।