
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : একদিকে যখন বৃষ্টির অপেক্ষায় রয়েছে দক্ষিণবঙ্গবাসী, অন্যদিকে, বর্ষায় ভাসছে উত্তর. রবিবার রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। একদিকে যেমন জল বাড়তে দেখা গিয়েছে মহানন্দা সহ বিভিন্ন নদীতে তেমনি শিলিগুড়ি শহরের বেশ কিছু জায়গায় জল জমার সমস্যা দেখা দিয়েছে। শিলিগুড়ির ৩১ এবং ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অশোকনগর এলাকায় রবিবার রাত থেকেই জল জমার সমস্যায় পড়তে হয়েছে মানুষকে। এমনকি বেশ কয়েকটি বাড়ির ভেতর পর্যন্ত জল ঢুকে গিয়েছে। যার কারণে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষকে।
অনিতা বর্মনের বাড়ি ফালাকাটায়. তবে, কাজের সূত্রে অশোকনগরে থাকেন. তিনি জানাচ্ছেন, একটু বৃষ্টি হলেই জল জমে যায়. কাজে যেতে গেলে জল পেরিয়ে যেতে হয়.
ভোট আসে ভোট যায়. প্রতিবারই গালভরা প্রতিশ্রুতি দেয় সব রাজনৈতিক দলগুলিই. ভোট মিটলেও নিকাশি ব্যবস্থার এই বেহাল দশা কেন, সেটাই প্রশ্ন. এই সমস্যার সমাধানই বা কবে হবে, সেই আশাতেই সাধারণ মানুষ থাকে প্রতিবছর.