
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়িতে ভয়াবহ আগুন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ১৪ জন স্কুল পড়ুয়া। চালকের বুদ্ধিতে চলন্ত পুলকারে আগুন লেগে যাওয়া সত্ত্বেও অল্পের জন্য পড়ুয়ারা রক্ষা পেল।
পুলকারটি শিলিগুড়ির কাছে মাটিগাড়়ার একটি স্কুল থেকে ১৪ জন বাচ্চাকে নিয়ে ফিরছিল। হঠাৎ করেই গাড়িটিতে আগুন ধরে যায়। ঘটনাটি ঘটে দেবীডাঙা এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে, দেবীডাঙার কাছে পৌঁছতেই ইঞ্জিনে একটা বিকট শব্দ হয়। তারপরই আগুন ধরে যায়। তবে বাচ্চারা সুরক্ষিত রয়েছে। এলাকাবাসী অশোক ছেত্রী বলেন, “গাড়ি চালকের বুদ্ধির জন্য আজ বাচ্চাগুলো বড়সড় ক্ষতি থেকে বাঁচল। চালক কিছু একটা বুঝতে পেরে বাচ্চাদের গাড়ি থেকে বের করে অন্য জায়গায় নিয়ে যায়। তখনই আগুন দাউদাউ করে জ্বলে। আমরা দমকলে খবর দিয়ে নিজেরাই আগুন নেভাতে নেমে পড়ি।”
অন্য দিকে, পুলকারগুলির রক্ষণাবেক্ষণ হয় না, এমন অভিযোগ তুলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে।