
ওঙ্কার ডেস্ক:শপথ গ্রহণের পূর্বেই হাসপাতাল মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। কিছুদিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকের পর সাতারা জেলায় নিজের গ্রামে চলে যান তিনি, তার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হয়, শারীরিক অবস্থার উন্নতি না ঘটলে শিন্ডেকে মুম্বইএর থানেতে একটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে জ্বর ও গলার সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। তবে শিন্ডের শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক নয়। রুটিন চেকআপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ইতিমধ্যে বিজেপি ঘোষনা করে দিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহন অনুষ্ঠান হতে চলেছে ৫ নভেম্বর মুম্বইএর আজাদ ময়দানে, যেখানে স্বয়ং নরেন্দ্র মোদীও উপস্থিত থাকবেন, তারই মাঝে শিন্ডের শারীরিক অবনতি। এনসিপি মুখপাত্র অজিত পাওয়ার জানিয়েছেন মুখ্যমন্ত্রী হবে বিজেপি থেকেই। উপমুখ্যমন্ত্রীর পদে থাকবেন দুই জন, একজন শিবসেনা ও আরেকজন এনসিপির । বিদায়ি মুখ্যমন্ত্রী শিন্ডে কি থাকতে পারবেন শপত গ্রহন অনুষ্ঠানে সেটাই এখন দেখার বিষয়।