
স্পোর্টস ডেস্ক :সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দীর্ঘদিনের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হবে । আর আগামী ৭ অগস্ট ইএম বাইপাস লাগোয়া একটি হোটেলে হবে রিশেপশন। স্নেহাশিসের আমন্ত্রণপত্রে নাম রয়েছে সৌরভ এবং তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের। সৌরভ এই মুহূর্তে লন্ডনে থাকলেও তিনি রিসেপশনে থাকবেন বলে খবর থাকবেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও।গত বছর স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায় তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন। এফআইআর-ও দায়ের করেছিলেন তিনি। সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। তার পরেই দ্বিতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্নেহাশিস। স্নেহাশিসের বয়স ৫৫ র উপর। স্নেহাশিস এই মুহূর্তে সিএবির সভাপতি। অর্পিতাকে গত আইপিএলে মাঠে ঢুকে শাহরুখ খানের সঙ্গে ছবি তুলতেও দেখা যায়। যা নিয়ে বিতর্কও হয়। রেজিস্ট্রি এই ম্যারেজে স্নেহাশিসের হয়ে সাক্ষী দেবেন সৌরভের বন্ধু সঞ্জয় দাস আর অর্পিতার হয়ে সাক্ষী দেবে অর্পিতার এক বন্ধু।স্নেহাশিস এই মুহূর্তে এখন আর থাকেন না, পৈতৃক বাড়িতে ( ২/৬ বীরেন রায় রোড)। বাড়ির সামনে বিলাসবহুল ফ্ল্যাট কিনে বেশ কয়েকমাস ধরে ” লিভ ইন” রিলেশনশিপে দিন কাটাচ্ছিলেন স্নেহাশিস – অর্পিতা। দুজনই আগের বিবাহ সম্পর্ক থেকে আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে এবার, নুতন জীবন শুরু করতে চলেছেন।
৩ দশক সংসার করেছেন স্নেহাশিস। তার একমাত্র কন্যা এখন আমেরিকায় পড়াশুনো করে চাকরি করছেন।