
গোপাল শীল,সোনারপুর: চোপড়ার ছায়া সোনারপুরে, সালিশি সভা ডেকে তালিবানি কায়দায় মহিলাদের বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে অত্যাচার করার অভিযোগ তৃণমূল কর্মী জামালউদ্দিন সরদারের বিরুদ্ধে । এছাড়াও এলাকায় জমি কেনাবেচা,দাম্পত্য কলহ ,পারিবারিক সমস্যা ,সবকিছুরই সমাধান করতো জামাল বলে অভিযোগ।
অন্যের জমি হাতিয়ে প্রাসাদপ্রমো বাড়ি তৈরি করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে এই সব অভিযোগ অস্বীকার করেছেন জামাল।সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরে বাড়ি জামাল সর্দারের বলে জানা গেছে।বিজেপির পক্ষ থেকে ওই নির্যাতিতা মহিলার পাশে এসে দাঁড়িয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
তবে জামাল সরদার তৃণমূলের কেউ নয়।,তার সাথে তৃণমূলের কোনো যোগ নেই বলে জানিয়েছে স্থানীয় তৃনমূল শীর্ষ নেতৃত্ব।