
নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব সংগীতের পুরস্কারের মঞ্চে জায়গা করে নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা গান। তাঁর লেখা গান মনোনীত হয়েছে গ্র্যামি পুরস্কারের জন্য। বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছে ‘অ্যাবানডেন্স অফ মিলেটস’ শীর্ষক গানটি। মিলেট বর্ষ বলে ঘোষিত হয়েছে ২০২৩ সাল। বছরের শুরু থেকেই মিলেটের উৎপাদন বৃদ্ধি ও উপকারিতা প্রচারের ওপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ফাল্গুনী শাহ’র সঙ্গে যৌথভাবে মিলেটের ওপর তিনি একটি গান লেখেন। সেই গান এবার গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়। গানটি গেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ফাল্গুনী শাহ এবং তাঁর স্বামী গৌরব শাহ। গানটি মুক্তি পায় ১৬ জুন। ফাল্গুনী তখন জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর স্বামী গৌরব এই গানের কথা লিখেছেন। ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই লেখা হয়েছে গানের কথা। গানটি মনোনীত হয়েছে আগামী বছরের গ্র্যামি পুরস্কারের জন্য।