
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ রাজীব-জায়া সোনিয়াকে নিয়ে আম জনতার কৌতূহলের শেষ নেই। রাজনৈতিক মঞ্চে তাঁকে বারবার শুনতে হয়েছে ‘বিদেশিনী’ বলেছেন। এবার সব প্রশ্নের জবাব দিতে চলেছেন সোনিয়া গান্ধি। প্রকাশিত হতে চলেছে সোনিয়া গান্ধির আত্মজীবনী।
কংগ্রেস সূত্রে খবর, সোনিয়া গান্ধির আত্মজীবনী প্রকাশ করার জন্য ব্রিটেনের প্রখ্যাত প্রকাশনা সংস্থা হারপার কলিন্সের চুক্তি হয়েছে। তবে বইটি প্রকাশের নির্দিষ্ট করে দিন এখনও ঠিক হয়নি। ডিসেম্বরে সোনিয়ার জন্মদিনের দিন প্রকাশ হতে পারে আত্মজীবনী।
অনেকের ধারণা, এই বইয়ে নেহরু-গান্ধি পরিবারের সম্পূর্ণ-বিস্তারিত-অনুপুঙ্খ ইতিহাস হয়তো জানা যাবে। পাশাপাশি জানা যেতে পারে ইন্দিরা ও রাজীব গান্ধির অসময়ে মৃত্যুর কারণও। তবে আত্মজীবনী প্রসঙ্গে সোনিয়া গান্ধির পরিবারের কেউ মুখ খোলেন নি।