
স্পোর্টস ডেস্ক :স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোর সঙ্গে ২০২৬ অবধি চুক্তি করল ইস্টবেঙ্গল ক্লাব। এদিন ক্লাব এক বিবৃতিতে ক্রেসপোর চুক্তি বৃদ্ধির কথা জানালো। ১২ বছর পরে ইস্টবেঙ্গলে ট্রফি আসে সুপার কাপ জয়ে বড়ো অবদান ছিল ক্রেসপোর। এছাড়া তিনি আইএসএলেও ভালো পারফরমেন্স করেন। গত মরসুমে ডার্বি সমেত মোট সাতটি গোল করেন একটি অ্যাসিস্ট। ইস্টবেঙ্গল মাঝমাঠ অনেকটা শক্তিশালী করেন তিনি। এদিন ইস্টবেঙ্গলে থাকতে পেরে ক্রেসপো জানালেন,“ঐতিহাসিক ক্লাবের সঙ্গে আমার জার্নি চলবে। সে কারণে খুবই খুশি। এই টিম এখন আমার পরিবার। সমর্থকদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। তার জন্য আমি কৃতজ্ঞ। চাইব, তারা এভাবেই সমর্থন জুগিয়ে যাক।”ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত জানালেন,’ও আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। দলের মাঝমাঠ শক্তিশালী হবে ও আসায় এটা বলার অপেক্ষা রাখে না।’