
স্পোর্টস ডেস্ক : ২৯ জুলাই মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন পাবে সৌরভ গঙ্গোপাধ্যায় এটা ঠিক ছিল। এবারে মোহনবাগানের মত ইস্টবেঙ্গলও সৌরভকে তাঁদের সর্বোচ্চ সম্মান ভারত গৌরব দিচ্ছে ১ অগাস্ট ইস্টবেঙ্গল দিবসে। এদিন ইস্টবেঙ্গল ক্লাবের থেকে ঘোষণা করা হল। লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানালেন, কে কী দিচ্ছে বলতে পারব না আমরা দিচ্ছি ওকে ভারত গৌরব সেটা গত বছরই সৌরভের সঙ্গে কথা বলেছিলাম ও রাজি হয়েছে আমরা সেই কারণে গর্বিত। সৌরভের বাংলা আর দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে তো কারণ প্রশ্ন থাকতে পারে না। ‘ভারত গৌরব’ ইস্টবেঙ্গলের শ্রেষ্ঠ সম্মান। সেই সম্মান দেওয়া হচ্ছে বাংলার সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদকে। ২০১১ সাল থেকে ভারত গৌরব সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল। প্রথম বছর লেসলি ক্লডিয়াসকে এই সম্মান দিয়েছিল লাল-হলুদ। ২০১৯ সালে বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবকে এই সম্মান দিয়েছিল ইস্টবেঙ্গল।পাশাপাশি আগামী ২৬ জুলাই ইস্টবেঙ্গলের নতুন প্রেস রুম উদ্বোধন করা হবে বলে জানানো হয়।আপাতত সৌরভ রয়েছেন লন্ডনে।