
স্পোর্টস ডেস্ক :আইপিএলের সঙ্গে আর যুক্ত থাকা হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দিল্লি ক্যাপিটালসের শুধু মহিলা দলেরই ডিরেক্টর অব ক্রিকেট থাকছেন মহারাজ।আগামী ২ বছরের যাবতীয় সিদ্ধান্ত নেবে কিরণ কুমার গ্রান্ধির জিএমআর গ্রুপ। সৌরভের সঙ্গে ঘনিষ্ঠতা বেশি দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দালের। আগেই দিল্লি ক্যাপিটালসের হেড কোচ থেকে সরানো হয়েছিল রিকি পন্টিংকে।সৌরভের জায়গায় আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট হচ্ছেন বেণুগোপাল রাও। এমনকী নেতৃত্ব থেকে সরানো হবে ঋষভ পন্থকেও।সৌরভ বা দিল্লি ক্যাপিটালসের কেউ এখনও কেউ কিছ বলেননি। সরকারিভাবে কিছু ঘোষণাও হয়নি। তবে দিল্লি ক্যাপিটালস হেমাঙ্গ বাদানিকে হেড কোচ ও বেণুগোপাল রাওকে ডিরেক্টর অব ক্রিকেট করবে, তা চূড়ান্তই হয়ে গিয়েছে।