
স্পোর্টস ডেস্ক :উৎসবটা সবার। আনন্দে শামিল হতে চায় সবাই।এই পুজোর সময় অনাথ অসহায় শিশুদের পাশে দাঁড়ালেন বাংলার মহারাজ। বারুইপুরের কাছে গোবিন্দপুরের এক অনাথ আশ্রম, আপনজনে পুজো দেখতে গেলেন সৌরভ। প্রায় ২০০ কচিকাঁচার ভিড়। তাদের মধ্যেই কেউ কেউ মানসিক প্রতিবন্ধী। কাউকে হাওড়া স্টেশন বা পার্ক সার্কাস থেকে উদ্ধার করে এই আপনজন অনাথ আশ্রমে আশ্রয় দেওয়া হয়েছে। এই পুজোয় তাদেরই পড়াশুনোর দায়িত্ব নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন তাদের হাতে নতুন জামা, চকলেট, বই-খাতা-পেন-পেন্সিলও তুলে দেন সৌরভ।