
স্পোর্টস ডেস্ক :সৌরভ গঙ্গোপাধ্যায় ইন্ডিয়ান রেসিং ফেস্টিভালের দল। অগাস্টে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে নভেম্বর পর্যন্ত।
তাতেই প্রথমবার অংশ নিচ্ছে কলকাতা। আর সেখানেই থাকছে সৌরভের দল কলকাতা রয়্যাল টাইগার্স।
সৌরভ ইন্ডিয়ান রেসিং ফেস্টিভালে লগ্নি করা ভারতে মোটরস্পোর্টের জনপ্রিয়তা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা নেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। রেসিং প্রোমোশনস প্রাইভেট লিমিটেড এই মোটরস্পোর্ট ইভেন্ট আয়োজন করে। ইন্ডিয়া রেসিং ফেস্টিভালে থাকে ইন্ডিয়ান রেসিং লিগ ও ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ।
কলকাতার পাশাপাশি হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, গোয়া, কোচি ও আমেদাবাদের দল থাকছে। সৌরভের দল- কলকাতা রয়্যাল টাইগার্স রেসিং টিমের মাধ্যমেই এই প্রতিযোগিতায় আত্মপ্রকাশ ঘটতে চলেছে কলকাতার। সেই দলটি সৌরভের হওয়ায় গতির যুদ্ধ ঘিরে উদ্দীপনা ক্রমেই বাড়তে চলেছে।
আরপিপিএলের ম্যানেজিং ডিরেক্টর তথা চেয়ারম্যান অখিলেশ রেড্ডি জানান, সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ায় তাঁরা রোমাঞ্চিত। সৌরভের লিডারশিপ, বর্ণময় ক্রিকেট কেরিয়ারের অভিজ্ঞতার আলোকে সমৃদ্ধ হবে এই প্রতিযোগিতা।
পাশাপাশি মোটরস্পোর্টের প্রতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতেও সৌরভের ভূমিকা অনস্বীকার্য থাকবে বলে নিশ্চিত আয়োজকরা। সৌরভ যুক্ত হওয়ায় ইন্ডিয়ান রেসিং ফেস্টিভালের জনপ্রিয়তাও এর ফলে বৃদ্ধি পাবে। এই টুর্নামেন্টে দেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টিং ইভেন্ট হবে বলেও আশা প্রকাশ করেছেন অখিলেশ রেড্ডি।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, কলকাতা দলের সঙ্গে ইন্ডিয়ান রেসিং ফেস্টিভালে এই নতুন যাত্রা শুরু করা নিয়ে আমি রীতিমতো উত্তেজিত। মোটরস্পোর্টের প্রতি বরাবর আমার আগ্রহ রয়েছে। কলকাতা রয়্যাল টাইগার্সের মাধ্যমে ইন্ডিয়ান রেসিং ফেস্টিভালকে ঐতিহ্যশালী করতেও প্রত্যয়ী মহারাজ।
তাঁর এই উদ্যোগ কলকাতাতেও মোটরস্পোর্টের জনপ্রিয়তা বাড়াবে বলে আশাবাদী প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআয়ের প্রাক্তন সভাপতি। কলকাতা-সহ সারা দেশের মোটরস্পোর্ট অনুরাগীদের এই ইভেন্ট আকৃষ্ট করবে, সেই সঙ্গে শক্তিশালী ফ্যানবেস নিয়ে কলকাতা রয়্যাল টাইগার্স আবির্ভাবেই সাফল্য পাবে বলে আশাবাদী সৌরভ।
জানা গিয়েছে, ইন্ডিয়ান রেসিং লিগ এতদিন ছয়টি দলকে নিয়ে হয়েছে। এটিই ভারতের একমাত্র চার চাকার রেসিং লিগ, যা জেন্ডার-নিউট্রাল। ফর্মুলা ফোর হলো ওপেন-হুইল, সিঙ্গল সিটার রেসিং ক্যাটাগরি। মূলত জুনিয়র ড্রাইভাররা এতে অংশ নেন।
সৌরভ রাজ্যে ইস্পাত কারখানা গড়তে চলেছেন। এর আগে মহারাজ আইএসএলে দল কিনেছিলেন। আতলেতিকো দে কলকাতা, পরবর্তীকালে এটিকে-তে তাঁর মালিকানা ছিল। যদিও বিসিসিআই সভাপতি হওয়ায় এটিকের মালিকানা ছেড়ে দেন সৌরভ। এবার তিনি লগ্নি করলেন নতুন আঙিনায়।