
স্পোর্টস ডেস্ক :নিজের ৫১ তম জন্মদিনে বড় ঘোষণা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি শিক্ষামূলক অ্যাপ আনলেন মহারাজ। এই অ্যাপের মাধ্যমে যা আয় হবে, সেটি দুঃস্থদের শিক্ষার জন্য দান করা হবে।
এই অ্যাপে এই মুহূর্তে বাংলা এবং ইংরেজি ভাষাতে ২টি কোর্স করার সুযোগ রয়েছে। এই কোর্সে ভর্তি হওয়ার খরচ খুব বেশি নয়। ৪৯৯ টাকা লাগবে ভর্তি হতে। তবে ভর্তির সময়েই একেবারে পুরো টাকা দিতে হবে। অ্যাপটির মধ্যে সৌরভকে বিভিন্ন প্রাক্তন ক্রিকেটাররা মন্তব্য করেছেন। সেখানে বীরেন্দ্র সহবাগ বলেছেন, “সৌরভ সব সময়ই আগ্রাসী, নিজের লক্ষ্যে স্থির এবং কঠিন মানসিকতার মানুষ। সেটাই তাঁকে দেশের সব থেকে সফল অধিনায়ক হতে সাহায্য করেছে।” হরভজন সিং বলেছেন, “আমি যে সময় ভেঙে পড়েছিলাম, সেই সময় সৌরভ আমার পাশে ছিল। ওকে ধন্যবাদ জানানোর কোনও ভাষা নেই আমার কাছে।” অ্যালান ডোনাল্ড বলেছেন, “ভারতীয় ক্রিকেটে সৌরভের একটা বড় ভূমিকা রয়েছে। ও দেশকে সাফল্য এনে দিয়েছে।” অন্যদিকে যুবরাজ সিং বলেছেন, তিনি সৌরভের মতো অধিনায়কের জন্য জীবন দিতেও রাজি।গতবার লন্ডনে থাকলেও এবারের জন্মদিনটা সৌরভ বাড়িতেই কাটালেন। বাড়িতে কেক কাটলেন সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা, মা, তার মেয়ে সানা, আত্মরক্ষী তানিয়া সহ বাকিরা।