
স্পোর্টস ডেস্ক : সামনেই ভারতের মাটিতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।২০২৩ বিশ্বকাপ নিয়ে জানালেন,বিশ্বকাপে আমার মনে হচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান আর নিউজিল্যান্ড এরাই ফেভারিট। তবে ক্রিকেট বিশ্বকাপ অনিশ্চয়তার খেলা।’ বিশ্বকাপে উইকেটকিপার হিসেবে কাকে বেছে নিচ্ছেন ২০০৩ সালের বিশ্বকাপ রানার্স দলের অধিনায়ক! সৌরভ জানালেন, ঋষভ পন্থ তো এক নম্বর উইকেটকিপার দেশের কিন্তু কিছু করার নেই। পাওয়া যাবে না। আমার ঈশান কিষানকে খুবই ভালো লাগছে যে কোনো জায়গায় ব্যাট করতে পারে।’ বিরাট কোহলিকে ছোট ফরম্যাটে অনেকে বিশ্রামের পরামর্শ দিচ্ছেন। সৌরভ জানালেন, ও যতদিন ইচ্ছা খেলবে বিরাট কোহলির মত প্লেয়ার ভারতে নেই।’ রবিচন্দ্র অশ্বিনকে কি বিশ্বকাপে দেখা যাবে! সৌরভের কথায়,২০১১ বিশ্বকাপ,২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের হয়ে জিতেছে। ও যা অর্জন করেছে অনেকে অর্জন করেনি। জানি না রাহুল আর রোহিত ওকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে।’ জসপ্রীত বুমরাহর ফিরে আসা নিয়েও খুশি সৌরভ। তিনি বললেন, ওর অভিজ্ঞতা কাজে লাগবে।’এদিন এক পারফিউমের বিজ্ঞাপনের দূত হিসেবে কলকাতায় এক পাঁচতারা হোটেলে হাজির ছিলেন সৌরভ।