
স্পোর্টস ডেস্ক :——-এবার চুরি হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মোবাইল। সেটাও আবার তার বাড়ি থেকেই। সৌরভের লাখ টাকার উপর ফোন কে চুরি করল সেই নিয়ে সংশয়ে। ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানায় সৌরভ অভিযোগ জানান। পুলিশ ফোন সনাক্ত করার চেষ্টা করছে। এদিন সৌরভের আত্মসহায়ক তানিয়া ভট্টাচাৰ্যর সঙ্গে পিপলস রিপোর্টার যোগাযোগ করলে তিনি জানান,’দাদার ওই ফোনে অনেক গুরুত্বপূর্ণ নম্বর ছিল। সমস্ত অনলাইনে টাকা ট্রান্সফার ওই মোবাইল থেকেই হত। সেই কারণে আমরা খুব চিন্তায় আছি।’ পুলিশ সন্দেহ করছে বাড়ির পরিচালিকাদের উপর।প্রসঙ্গত সৌরভের মা নিরুপা দেবী গত সপ্তাহে আবার অসুস্থ হন। নিরূপা দেবী অস্বস্তিবোধ করতে থাকেন। বাড়িতে ECG করা হলেও, সেই রিপোর্ট একেবারেই আশানুরূপ ছিল না। এরপরই চিকিৎসকদের পরামর্শে ১ ফেব্রুয়ারি বিকেলবেলা তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন যে তাঁর মায়ের একটি মাইল্ড হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরই সৌরভ সমর্থকরা রীতিমতো দুশ্চিন্তা শুরু করে দেন। যদিও এখন তার মা ভালো আছেন।