
স্পোর্টস ডেস্ক :——–এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। কিন্তু দল নিয়ে চরম বিতর্ক। কে এল রাহুলের চোট থাকা সত্ত্বেও দলে থাকা। যুজবেন্দ্র চাহালের দলে না থাকা। রবিচন্দ্র অশ্বিনের দলে না থাকা এমন অনেক প্রশ্নই থাকছে। এদিন কলকাতার এক পাঁচতারা হোটেলে সাইকেল আগরবাতি ধুপকাঠির অনুষ্ঠানে সৌরভ জানালেন,চাহালকে না নিয়ে অক্ষর প্যাটেলকে নিয়েছে তার কারণ অক্ষর ব্যাট করতে পারে । ‘ কে এল রাহুল প্রসঙ্গতে প্রাক্তন ভারত অধিনায়ক জানালেন, রাহুল ফিট অনুশীলন করছে। সেই কারণেই তো দলে জায়গা পেয়েছে। আর অশ্বিন দলে জায়গা পায়নি। ১৭ জনের বেশি তো নেওয়া যাবে না।’ ভারতের ৪ নম্বর ব্যাটিং সমস্যা নিয়ে মহারাজ চিন্তিত নন। তার কথায়, কোহলি, রাহুল, জাদেজা সবাই ৪ নম্বরে ব্যাট করতে পারে।’ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে এশিয়া কাপ আর বিশ্বকাপে সৌরভ জানালেন, খুবই ভালো ম্যাচ হবে। দুটো দলই শক্তিশালী। পাকিস্তানের বোলিং খুবই ভালো। শাহীন আফ্রিদি, হারিস রাউফের মত বোলার আছে।’ভারতের চন্দ্রযান অভিযান দেখেছেন সৌরভ। তার কথায়, অসাধারণ মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় আমি দেখছিলাম। যদিও বিশ্বকাপ জেতা আর এটা ব্যাপারটা আলাদা তবে দারুন মুহূর্ত ভারতের জন্য।’