
স্পোর্টস ডেস্ক :২০০৮ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতা নাইট রাইডার্স দলের আইকন ক্রিকেটার ছিলেন। তাঁর হাতেই দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল। শেষপর্যন্ত ওই মরশুমে সৌরভের নেতৃত্বে কেকেআর ষষ্ঠস্থানে শেষ করেছিল। তবে পরের মরশুমেই দলের অধিনায়কত্ব বদল হয়ে যায়। সৌরভের কাছ থেকে কেড়ে নেওয়া হয় দলের নেতৃত্ব। ২০০৯ সালে সৌরভ অধিনায়ক ছিলেন না ২০১০ সালে আবার সৌরভ ফেরেন । যদিও দল ভালো কিছু করতে পারেনি। এরপর ২০১১ সালে সৌরভকে বাদ দেওয়া হয়। তাকে নেয় পুনে ওয়ারিওস। তবে এই সব এখন অতীত ২০২৪ মহিলা আইপিএল টুর্নামেন্ট শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে। বলিউডের অনেক তারকাই উপস্থিত থাকবেন, পারফর্ম করবেন। সেরা আকর্ষণ বলিউডের বাদশা কিং খান। তেমনই ক্রিকেট জগতের আরও অনেকেই থাকবেন। থাকবেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই অবশ্য দেখা হল দুই তারকার।উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের সব ম্যাচ হয়েছিল মুম্বইতে। এ বার দুই শহরে ম্যাচ। প্রথম ১১টি ম্যাচ বেঙ্গালুরুতে হবে। এরপর WPL পাড়ি দেবে দিল্লিতে। বেঙ্গালুরুতে প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান। শাহরুখের সঙ্গে দেখা হল সৌরভের। এখন আর কোনও তিক্ততা নেই। দাদাকে দেখেই জড়িয়ে ধরলেন শাহরুখ খান। নানা কথাও হল দুই কিংবদন্তির মধ্যে। একটা অনবদ্য মুহূর্ত।এরআগে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও সৌরভ আর শাহরুখের দেখা হয়।