
স্পোর্টস ডেস্ক :যাদবপুরের ঘটনা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন সৌরভ এক অনুষ্ঠানে জানালেন,এটা অত্যন্ত অবাক করার মত ঘটনা৷ এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য কড়া আইন থাকা দরকার৷ কড়া আইন থাকতেই হবে৷এগুলো পড়াশোনা করার জায়গা৷ এখানে বাচ্চারা পড়তে আসে৷ সেটাই ফোকাস হওয়া উচিত৷ কড়া আইন দরকার৷’’ এছাড়া সৌরভ ২০২৩ বিশ্বকাপ নিয়ে জানালেন,বিশ্বকাপে আমার মনে হচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান আর নিউজিল্যান্ড এরাই ফেভারিট। তবে ক্রিকেট বিশ্বকাপ অনিশ্চয়তার খেলা।’ বিশ্বকাপে উইকেটকিপার হিসেবে কাকে বেছে নিচ্ছেন ২০০৩ সালের বিশ্বকাপ রানার্স দলের অধিনায়ক! সৌরভ জানালেন, ঋষভ পন্থ তো এক নম্বর উইকেটকিপার দেশের কিন্তু কিছু করার নেই। পাওয়া যাবে না। আমার ঈশান কিষানকে খুবই ভালো লাগছে যে কোনো জায়গায় ব্যাট করতে পারে।’ বিরাট কোহলিকে ছোট ফরম্যাটে অনেকে বিশ্রামের পরামর্শ দিচ্ছেন। সৌরভ জানালেন, ও যতদিন ইচ্ছা খেলবে বিরাট কোহলির মত প্লেয়ার ভারতে নেই।’ রবিচন্দ্র অশ্বিনকে কি বিশ্বকাপে দেখা যাবে! সৌরভের কথায়,২০১১ বিশ্বকাপ,২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের হয়ে জিতেছে। ও যা অর্জন করেছে অনেকে অর্জন করেনি। জানি না রাহুল আর রোহিত ওকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে।’ জসপ্রীত বুমরাহর ফিরে আসা নিয়েও খুশি সৌরভ। তিনি বললেন, ওর অভিজ্ঞতা কাজে লাগবে।’রবি শাস্ত্রীর ৪ জন বাঁ হাতির প্রসঙ্গতে জানালেন, ইতিমধ্যেই জয়সওয়াল, তিলক ভর্মা আছে আর কতজন বাঁ হাতি দরকার।’ বুমরাহ ১৪০ উপর বল করছে অনেক ফিট লাগছে ওকে।’সৌরভ বলছেন, ‘তিলক ভার্মাকে চারে খেলানো যেতে পারে।যশস্বী, ঈশান কিষাণ, তিলকের মতো ক্রিকেটাররা ভয়ডরহীন ব্যাটিং করতে পারে। দেখতে ভালো লাগে।’