
স্পোর্টস ডেস্ক :–বিশ্বকাপের জন্য ১২ জনের কমিটি করেছে সিএবি। সেই কমিটিতে সৌরভ গঙ্গোপাধ্যায় আর অভিষেক ডালমিয়া। তাঁদের অভিজ্ঞতার জন্য কমিটিতে রাখা হয়েছে। সৌরভ সি এ বি র সঙ্গে সঙ্গে বিসিসিআই সভাপতি ছিলেন। অন্যদিকে ডালমিয়া সি এ বি র প্রাক্তন সভাপতি। আর বর্তমানের বোর্ডের আইপিএল কমিটিতে আছেন। এছাড়া এদিন সি এ বির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সিএবি-র জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জি এবং প্রাক্তন মহিলা ক্রিকেটার শর্মিলা চক্রবর্তী। বুধবার সিএবি-র অ্যাপেক্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ দিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেরা ক্রিকেটারের শিরোপা পেতে চলেছেন সুদীপ ঘরামি। জেন্টলম্যান ক্রিকেটারের সম্মান পাবেন অনুষ্টুপ মজুমদার। ৯ সেপ্টেম্বর সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে আলিপুরের ধনধান্য অডিটরিয়ামে। সেরা বোলারের পুরস্কার পাবেন আকাশ দ্বীপ। এ দিনের বৈঠকে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও আলোচনা সারেন অ্যাপেক্স কমিটির সদস্যরা। এছাড়া ৮ সেপ্টেম্বর আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ ট্রফি কলকাতায় এসে পৌঁছবে। সেদিন সাউথ সিটি থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত ট্রফি নিয়ে একটি ব়্যালি হবে। সেদিন ট্রফিটি থাকবে ইডেন গার্ডেন্সে। সেদিন লিয়েন্ডার পেজ়কে ইডেনে আসার আমন্ত্রণ জানানো হবে। সেই সঙ্গে নিমন্ত্রণ করা হবে বিভিন্ন খেলায় বাংলার কৃতীদের। সকলে মিলে একটা কার্নিভালের আবহ তৈরী হবে।