
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: বাড়িতে বিদ্যুৎ এর মিটার না থাকলেও আসছে হাজার হাজার টাকার বিল। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগংগা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে ধ্রুব বাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে সরকার বিপিএল মিটার ঘোষণা করার সঙ্গে সঙ্গে প্রায় ১০ থেকে ১২ বছর আগে এই এলাকার বিভিন্ন বাড়িতে বসে যায় মিটার। মিটার বসলেও বিদ্যুৎ পরিষেবা এখনও আসেনি । কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে বেশ কিছু কনজ্যুমারের বাড়িতে দুই থেকে তিন বা পাঁচ হাজার টাকার বৈদ্যুতিক বিল । সমস্যায় পড়েছে এলাকার মানুষজন। বিদ্যুৎ দপ্তরকে জানিয়ে কোন কাজ না হওয়ায় শেষ পর্যন্ত এই এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতির দ্বারস্থ হন এলাকার মানুষ। রামগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মন্ডল জানান অল্প কয়েক দিনের মধ্যেই এলাকায় আসবে বিদ্যুৎ। বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা দূর হবে।