
নিজস্ব সংবাদদাতা: ঢোলাহাটের যুবকের রহস্য মৃত্যুতে আদালতে বিস্ফোরক দাবি নিহতের পরিবারের। জামিন নিশ্চিত করতে পুলিশকে দিতে হয়েছিল ১ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়াও ওই যুবককে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ৩ জুলাই রাত ৮:০৫ মিনিটে মৃত যুবকের কাকা মহসিন হালদার থানায় সোনার গয়না এবং নগদ টাকা চুরির অভিযোগ দায়ের করেছিলেন । রাজ্যের আইনজীবী জানান মৃতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়ছিল। ৪ জুলাই ভোর ৩:৪৫ হেফাজতে নেওয়া হয়েছিল। রাজ্য পুলিশি হেফাজতের আবেদন জানায়, কিন্তু বিচারক জামিন দেন।
২৩ শে জুন থেকে থানার সিসিটিভি বিকল। এবিষয়ে কাকদ্বীপ আদালতের বিচারককে এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডকে জানিয়েছে রাজ্য ।
ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত করা হয়েছে। রাজ্যের আইনজীবী বলেন হাসপাতাল থেকে তারা জানতে পেরেছেন মৃতের জন্ডিস ছিল, যার কারণে তার ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এর মাত্রা বেড়ে গিয়েছিল। অভিযোগকারী কাকা – ই তাকে হাসপাতালে নিয়ে গেছিলেন। ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ। কাকদ্বীপ সাব – ডিভিশনাল হাসপাতালের ৪ ঠা জুলাইয়ের ভিডিও ফুটেজ সংরক্ষন করতে হবে হাসপাতালকে। যে হাসপাতালে মৃত্যু হয়েছে তার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ। যে পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে জানায় রাজ্য। শুক্রবার ফের শুনানি।