
গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা: আবারও পুলিশের মারে মৃত্যু এক যুবকের । ঢোলাহাটের ঘাটবকুলতলা গ্রামের বাসিন্দা ছিল মৃত যুবক । বছর ২২ ছিল আবু সিদ্দিক হালদারের । ৩০শে জুন মৃত যুবকের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়েছিল ৷ এরপর পয়লা জুলাই ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার ও তার ভাইপো আবু সিদ্দিককে থানায় নিয়ে যায় । মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয়ছিল । অভিযোগ, এরপর আবু সিদ্দিককে থানার মধ্যে দফায় দফায় মারধর করা হয়ছিল । ৪ জুলাই কাকদ্বীপ মহকুমা আদালত জামিন দিয়েছিল আবু সিদ্দিককে। গুরুতর অসুস্থ আবু সিদ্দিককে মথুরাপুর, ডায়মন্ড হারবার ও চিত্তরঞ্জন হাসপাতলে ভর্তির চেষ্টা হয়েছিল । কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সোমবার পার্কসার্কাসের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল তাকে। রাত দশটা নাগাদ যুবকের মৃত্যু হয়। মৃতের এক প্রতিবেশী বলেন “বিনা অন্যায়ে কেন থানায় ধরে নিয়ে গিয়ে পুলিশ পিটিয়ে মারল। আমরা তার জবাব চাই”। সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, আদালতে পেশ করার সময় মেডিক্যালে কোন সমস্যা ছিল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।