
বাবলু প্রামানিক,দক্ষিণ ২৪ পরগনারঃ মদের আসরে বচসার জেরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের পোলেরহাট থানার এলাকায়। ঠিক কি কারণে এই ঘটনা, তদন্তে পুলিশ।
মদের আসরে বচসার জেরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার স্বয়স্ত্যেনগাছি মণ্ডল পাড়া এলাকায়। পুলিশ সূত্রের খবর, ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম যুবকের নাম সফিকুল মোল্লা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন স্বয়স্ত্যেনগাছি এলাকায় সফিকুল মোল্লা ও তারাপদ মণ্ডল একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। অভিযোগ, সেই সময় মদ্যপান করা নিয়ে দু’জনের মধ্যে বচসা বেঁধে যায়। তখনই তারাপদ একটি ধারালো অস্ত্র দিয়ে সফিকুলের ঘাড়ে মারলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। তার চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। তারা তখনই হাতেনাতে ধরে ফেলে তারাপদ মণ্ডলকে। এরপরেই অভিযুক্ত তারাপদর ওপর চড়াও হন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। তারপর দুইজনকে উদ্ধার করে জিরেনগাছা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তারাপদকে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।