
নিজস্ব প্রতিনিধি, কুলতলি:
সুন্দরবনে ফের বাঘের হামলায় প্রাণ গেল এক মৎসজীবীর ।সূত্রের খবর, গত মঙ্গলবার কুলতলির বাসিন্দা হরিপদ দাস বয়স- ৩৫ বছর। সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যায়। বুধবার সকাল ১০ টায় সূয্যমনীর জঙ্গলে বাঘের আক্রমণে গুরুতর আহত হন। গুরুত্বর আহত অবস্থায় প্রথমে কুলতলির জামতলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।পিজির টমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।বাড়িতে বাবা মা স্ত্রী ও এক ১০ বছরের সন্তানকে রেখে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এদিকে দিন দিন সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যুর সংখ্যা বাড়ছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবধিকার কর্মী মিঠুন মন্ডল। এপিডিআর দঃ ২৪ পরগণা জেলা সহ সম্পাদক মিঠুন মন্ডলের অভিযোগ, এই মৃত্যু মিছিল বন্ধ করার জন্য সরকারি বনদপ্তর উদাসীন। আমরা উদ্বিগ্ন। অবিলম্বে মৎসজিবিদের অসুবিধা না করে এই মৃত্যু ও আক্রান্তের মিছিল বন্ধ করতে হবে।
হরিপদ দাস এর কুলতলি- পিজি পর্যন্ত এম্বুলেন্স ভাড়া সরকারের দিতে হবে।
চিকিৎসা পরিষেবা ও ঔষধের সমস্ত খরচ সরকারের ফ্রী করতে হবে। আক্রান্ত পরিবারের সংসার চালানোর সমস্ত খরচ সরকারের বহন করতে হবে। গুরুতর আহত হওয়ার জন্য প্রাপ্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ এক্ষুনি দিয়ে দেওয়া হোক যাতে পরিবার চলতে পারে।