
স্পোর্টস ডেস্ক :স্বপ্নের ক্রিকেট শেষ হল বিভীষিকায়। সেমিফাইনালে লজ্জার হার আফগানিস্তানের। রশিদ খানদের উড়িয়ে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় বৃহস্পতিবার সকালে ৬৭ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতল প্রোটিয়ারা। বলের নিরিখে টি-২০ তে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জয়। তারৌবায় প্রথম সেমিফাইনালে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। এক উইকেট হারিয়ে ৮.৫ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় আইডেন মার্করামরা। এই প্রথম কোনও বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। এর আগে ১৯৯৮ সালে একবার আইসিসি ট্রফির ফাইনালে উঠেছিল। নক আউট ট্রফি জেতে প্রোটিয়ারা। ফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরুতেই নামে বিপর্যয়। মার্কো জ্যানসেনের বল সামলাতে পারেনি আফগানরা। ডাহা ব্যর্থ ব্যাটিং লাইন আপ। একমাত্র আজমাতুল্লা ওমরজাই (১০) দু’অক্ষরের রানে পৌঁছয়। ১১.৫ ওভারে ৫৬ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। গোটা বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলার পর প্রোটিয়াদের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ। তিন উইকেট নেন মার্কো জ্যানসেন এবং তাবরেজ শামসি। রান তাড়া করতে নেমে একমাত্র কুইন্টন ডি ককের (৫) উইকেট খুইয়ে জয়সূচক রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। অপরাজিত থাকেন রেজা হেন্ডরিক্স (২৯) এবং আইডেন মার্করাম (২৩)। ৮.৫ ওভারে জয়ে পৌঁছে যায় প্রোটিয়ারা। ম্যাচের সেরা মার্কো জ্যানসেন।