
শঙ্কু কর্মকার, দক্ষিণ দিনাজপুর : দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার মির্জাতপুর এলাকায় পুলিশ অফিসার ছাড়াই দুই সিভিক দিয়ে চলছে বুনিয়াদপুর পুলিশ ফাঁড়ি। শহরে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও এলাকাবাসীদের শহর থেকে ৩ কিমি পথ দূরে গিয়ে বংশীহারি থানায় অভিযোগ জানাতে হচ্ছে। শহরে চুরি, ছিনতাই ও দুষ্কৃতীদের তাণ্ডব রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়া ছাড়াও আশেপাশের দুটি পঞ্চায়েত এলাকা থেকে কম সময়ে অভিযোগ জানানোর জন্য তৈরি হয়েছিল পুলিশ ফাঁড়ি। উদ্দেশ্য মহৎ হলেও কার্যক্ষেত্রে ঠিক তার উলটো হয়েছে। দিনের বেলা ফাঁড়ির বাইরে থেকে মেইন গেট বন্ধ থাকে। ভেতরের অফিসার রুম, অফিস রুম ও স্টাফ রুম, এই তিনটি ঘরে দরজা ভেজানো। ভেতরে দুই সিভিক ভলান্টিয়ার বসে থাকেন। বাইরে থেকে মনে হবে, পুলিশ ফাঁড়ি বন্ধ। কোনও পুলিশ আধিকারিক নেই, যাকে অভিযোগ জমা দেওয়া যাবে। তিনটি শিফটে দুইজন সিভিক আসছেন সময় শেষ হলে বাড়ি ফিরছেন।
উল্লেখ্য, এলাকাবাসীদের দাবি মেনে শহরে ৪ নম্বর ওয়ার্ডের সেলিমাবাদ রাজ্য সড়কের ধারে সরকারি জায়গায় আনুমানিক ১০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় ঝাঁ চকচকে পুলিশ ফাঁড়ি। গত ৭ আগস্ট এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিতে কেটে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে পুলিশ ফাঁড়ির উদ্বোধন হয়। উদ্বোধনের পর থেকে সেখানে পুলিশ অফিসার বসতেন। কিন্তু কিছুদিন পর থেকে সেখানে আর কোনও পুলিশ অফিসারকে দেখা যায় না. দু’জন সিভিক ভলান্টিয়ারই সর্বক্ষণ থাকছেন।